নিকলীতে জাইকার দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ


বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রশিক্ষণ দিচ্ছে নিকলী উপজেলা পরিষদ।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। জৈব সারনির্ভর ফসল উৎপাদনে ৩য় ব্যাচের প্রশিক্ষণ শেষে সোমবার ২১ আগস্ট সকাল ১০টা থেকে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ দিনের ভেটেরিনারি ফিল্ড এ্যাসিস্টেন্স, এআই টেকনেশিয়ান ও সেবাকর্মী ৫০ জনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

জেলার পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। নিকলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার।

Similar Posts

error: Content is protected !!