সংবাদদাতা ।।
গত বুধবার কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পপি-পার্ট অফিসে পপি রিকল (এলএইচডিপি) প্রকল্প-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়ের আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসকাব সভাপতি নাসিম খান, আরো উপস্থিত ছিলেন প্রেসকাবের অন্যান্য ১১ জন সাংবাদিক। পপি-রিকল (এলএইচডিপি) প্রকল্প-এর কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন খান। আলোচনায় কর্ম এলাকার নারী আড্ডা দলের সদস্যদের ও নির্যাতনের শিকার নারী সদস্য নুরতাজ ও যৌন হয়রানীর শিকার সুইটি দাসের ঘটনা ও পপি-রিকল (এলএইচডিপি) প্রকল্প থেকে সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন টেকনিক্যাল অফিসার রেশমা পারভীন। নুরতাজকে ব্র্যাক এর আইন ও শালিস কেন্দ্র থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য সকল প্রকার সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। যৌন হয়রানীর শিকার সুইটি দাসের লেখাপড়া বন্ধ হয়ে যায় এ বছর এলএইটডিপির সহযোগিতায় তাকে আবার স্কুলে ভর্তি করানো হয়েছে। পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠিকে সকল বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলএইচডিপি কর্ম এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, নির্যাতনের ঘটনা ও বাল্য বিবাহের ঘটনাগুলো কেইসষ্টাডি গুলো সাংবাদিকদের কাছে দিলে পেপার কাভারেজ করতে সুবিধা হয়। কোর্টে গিয়ে বয়স এভিডেভিড এর মাধ্যমে যে সকল বাল্যবিবাহ হয় তার তথ্যগুলো দিলে কোর্টে গিয়ে উকিল এর সাাতকার এর মাধ্যমে বিষয়টা তুলে ধরতে পারলে কোর্টের সচেতনতা বাড়তে পারে। দৈনিক নিউনেশান জেলা প্রতিনিধি আলম সরোয়ার টিটো বলেন, নারীরা স্বাবলম্বি হলে নির্যাতন কমবে। বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজ যেমন, বিউটি পার্লার, রান্নার উপর প্রশিক্ষণ এর ব্যাবস্থা করতে পারলে অল্প শিীত নারীরা কাজের সাতে যুক্ত হতে পারবে। বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন বলেন, প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু তা খুব কমই প্রকাশ পায়। নির্যাতনের বিষয়গুলো গোপন রাখার বিষয় নয় এটা নারীদের বোঝাতে হবে। তাদেরকে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবাসমূহ সম্পর্কে সঠিক তথ্যগুলো জানাতে হবে। নারী কে আগে শিক্ষিত হতে হবে তাহলেই নারীরা সামনে এগিয়ে যাবে এবং সকল প্রকার বৈষম্য থেকে রা পাবে। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পপি- রীকল প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ মোশারফ হোসেন খান।