সংবাদদাতা ।।
নিকলীতে গতকাল রোববার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও এলইচডিপি পপি-রিকল প্রকল্পের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উদযাপন করা হয়েছে। এ উপলে র্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়াম্যান কারার সাইফুল ইসলাম। উপজেলা সহকারী শিা অফিসার মো. এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর নাছিমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আবদুল মজিদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার তাসমিন, স্থানীয় নারী নেত্রী আফরোজা আক্তার, নিকলী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকিা শিরিন আক্তার, নারী এনজিও কর্মী ও স্বানর্ভর বাংলাদেশের নিকলী কিনিক ম্যানেজার জহির ইসলাম প্রমূখ। সভা শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। মেলায় উপজেলার সক্রিয় নারী সংগঠন, বিভিন্ন এনজিও এবং সফল নারীদের উৎপাদিত পণ্য সামগ্রীর ১০-১২টি ষ্টল অংশ নেয়। অনুষ্ঠানে সফল নারীদের পুর®কৃত করা হয়।