বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর প্রত্যন্ত এবং দুর্গম গ্রামগুলোতে আস্তানা গাঁড়তে শুরু করেছে। বুধবার ২৩ আগস্ট রাতে নিকলী থানা পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদ আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে দুর্গম গ্রাম জারইতলা ইউনিয়নের পুড্ডা এলাকার গোয়ালহাটি থেকে গ্রেফতার করেছে।
জানা যায়, মাদক নিয়ন্ত্রণে নিকলী পুলিশের অব্যাহত অভিযানে বেশ কিছুদিন যাবৎ উপজেলার ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট নিরাপদ স্থান হিসাবে হাওর উপজেলাটির বিভিন্ন দুর্গম এলাকাকে বেছে নিয়ে ব্যবসা চালিয়ে আসছে।
গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের এসআই শহীদুল্লাহ, এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা ব্যবসায়ী মুর্শিদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় মুর্শিদ পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
আটককৃত মুর্শিদের সাথে ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ২৪ আগস্ট মুর্শিদকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।