কটিয়াদীতে ৪ অটোরিকশা ছিনতাইকারী গ্রেফতার

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃজেলা মোটরসাইকেল ও অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৭ আগস্ট তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, শনিবার রাতে পুলেরঘাট বাজার থেকে বনগ্রাম যাওয়ার জন্য যাত্রী বেশে ছিনতাই চক্রের সদস্য রফিকুল ইসলাম (২৮), পিতা রজমান, গ্রাম কায়স্থ পল্লী, ইমন হোসেন বাবু (২২) পিতা আ: হাকিম, গ্রাম মাইজ হাটি, হারুন মিয়া (২৯) পিতা নাজিম উদ্দিন, পাকুন্দিয়া ও শফিকুল ইসলাম (৩০) পিতা বাবুল মিয়া, গ্রাম মাইজহাটি একটি অটোরিকশা ভাড়া করে। কিছু দূর গিয়ে অটোচালক সাহাব উদ্দিনকে জিম্মি করে চক্রের সদস্যরা অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে রাস্তা পরিবর্তন করে কায়স্থ পল্লীর দিকে যাওয়ার সময় নন্দিপুর এলাকায় সুযোগ বুঝে অটোচালক চিৎকার শুরু করে।

এ সময় স্থানীয় জনতা অটোরিকশাসহ চক্রের সদস্যদের আটক করে গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে কটিয়াদী থানায় প্রেরণ করে। এ ব্যাপারে অটোচালক বাদী হয়ে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল, ব্যাটারিচালিত ও সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন চালক হত্যাকাণ্ডের শিকার হয়। কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলবে।

Similar Posts

error: Content is protected !!