কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ২৯ আগস্ট দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি রমজান আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামি জয়নাল ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকায় স্ত্রী পারভিনকে নিয়ে ভাড়া থাকতেন রমজান আলী। ২০১৩ সালের ২৫ অক্টোবর রমজান তার স্ত্রীকে নিয়ে মধ্যেরচর গ্রামে তার উকিল শ্বশুর জয়নালের বাড়িতে বেড়াতে যান। ২৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ওই এলাকার একটি খোলামাঠে রমজান আলী তার স্ত্রী নববধূ পারভিনকে শ্বাসরোধ করে এবং ইট দিয়ে মুখ ও মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করে।

হত্যার পর বাড়ির পাশে একটি ডোবাতে পারভিনের মরদেহ ফেলে পালিয়ে যায় রমজান। খবর পেয়ে রাতেই পারভিনের বাবা হোসেন আলী ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় পারভীনের বাবা বাদী হয়ে পরদিন রমজান আলী, তার উকিল শ্বশুর ভৈরবের শম্ভুপুর এলাকার দাইবাড়ি এলাকার জয়নাল ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সরকার পক্ষে এপিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ মামলাটি পরিচালনা করেন।

Similar Posts

error: Content is protected !!