সংবাদদাতা ।।
নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ১৭ই মার্চ মঙ্গলবার নিকলী জি.সি. পাইলট স্কুল থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি নিকলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সমাপতি ইসহাক ভূইয়া, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূইয়া, নিকলী জি.সি. পাইলট স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কারার আবদুর রশিদ, শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন প্রমুখ।
এর পরে কলেজের হলরুমে বঙ্গবন্ধুর জীবনের ওপর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তারা আলোচনা করেন। পরে সৃজনশীল মেধা অন্বেষণের বিজয়ী, চিত্রাংকন বিজয়ী, রচনা লেখা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।