জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সূচি প্রকাশ

আমাদের নিকলী ডেস্ক ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের বিশেষ এবং ২০১৭ সালের প্রথম বর্ষের অনার্স পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

২০১৬ সালের বিশেষ পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত এবং ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। বাসস

মঙ্গলবার ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bdwww.nubd.info থেকে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানা যাবে।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় আগামী ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admissions.nu.edu.bdwww.nu.edu.bd/admissions এ Master’s tab এর prospectus অপশন থেকে জানা যাবে।

Similar Posts

error: Content is protected !!