আমাদের নিকলী ডেস্ক ।।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুখী নারী বলে অভিহিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট। টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়ার সময় স্বশরীরে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন দেয়া এবং বিজয়ের ক্ষণে উল্লাস করায় হাফিংটন এমন শিরোনাম করে সংবাদ পরিবেশন করেছে।
হাফিংটন পোস্ট ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বিশ্বের সবচেয়ে সুখী নারী’ শীর্ষক প্রতিবেদনের সূচনায় লিখেছে ‘বাংলাদেশ অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে পরাজিত করেছে এবং এখন শেখ হাসিনার চেয়ে সুখী আর কেউ নেই।’
অস্ট্রেলিয়ার ‘খেলাপাগল’ রাজনীতিবিদ জন হাওয়ার্ড এবং বব হকি এর নাম উল্লেখ করে এই প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের মুহূর্তে সঠিক সময়ে মাঠে গিয়ে দলের সবাইকে উৎসাহিত করা শেখ হাসিনার পুরনো অভ্যাস।
সাকিব-মুশফিকদের খেলা দেখতে আগের দিনই মাঠে যেতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দিনের শেষ দিকে হওয়ায় আর যাওয়া হয়নি। বুধবার টাইগারদের অস্ট্রেলিয়া বধের কিছু আগেই বুধবার গ্যালারিতে উপস্থিত হলেন তিনি। এক পর্যায়ে বাংলাদেশের বিজয় কঠিন মনে হচ্ছিল। অজিদের দরকার ছিল মাত্র ২০ রান, হাতে শেষ উইকেট। উল্টো ফলাফলও হতে পারত। খেলার শেষ মুহূর্তে ভিআইপি লাউঞ্জে যখন টানটান উত্তেজনা বিরাজ করছিল তখন সবাইকে প্রধানমন্ত্রী বলেন, এতো টেনশনের কিছু নেই, জিতে যাবো ইনশাআল্লাহ।’ অবশেষে জিতেও গেলেন। জয়ের পর সবাইকে বললেন, এই জয় হচ্ছে দেশবাসীর জন্য পবিত্র ঈদের উপহার।
১১ বছর পর অস্ট্রেলিয়াকে হাতের নাগালে পেয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারাল বাংলাদেশের টাইগাররা। বিজয়ের মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাসে ফেটে পড়েন। ছুটে যান সাকিব-তামিমদের ড্রেসিং রুমে। সেখানে শেখ হাসিনাকে সাকিবের মাথায় হাত বুলিয়ে আদর করতে দেখা গেছে।
সূত্র : শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে সুখী নারী: হাফিংটন পোস্ট [ঢাকা টাইমস, ৩০ আগস্ট ২০১৭]