কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। খোকন (২৭) নামের ডাকাতদলের আরেক সদস্য আহত অবস্থায় পুলিশ আটক করেছে। শুক্রবার ১ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব ভিটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায়, ভোর রাতে সৌদী প্রবাসী দুলাল মিয়ার ঘরের বারান্দার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে কয়েক ডাকাত। তখন ঘরে ঘুমিয়ে থাকা তিন মহিলাকে ডেকে মারধর শুরু করে ডাকাতরা। বাড়ির মহিলারা কৌশলে এক ডাকাতকে আটক করে বেঁধে ফেলেন। এসময় মহিলাদের চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে ডাকাতদের গণপিটুনি দেয়। এতে আটক একজন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পিটুনিতে খোকন (২৭) নামের এক ডাকাত আহত অবস্থায় অন্য সদস্যদের সাথে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত অজ্ঞাতনামা ডাকাতের লাশ উদ্ধার করে। এছাড়া এলাকায় তল্লাশি চালিয়ে আহত অবস্থায় পাশের একটি বাড়িতে আত্মগোপনে থাকা খোকনকে আটক করে। এ সময় খোকনের স্বীকারোক্তি অনুযায়ী একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, নিহত অজ্ঞাতনামা ডাকাতের বাড়ি কুমিল্লায়। সে কয়েকদিন আগে তার এক শিশুকন্যাকে নিয়ে বন্ধুত্বের সুবাদে আচমিতা গ্রামে বেড়াতে এসেছিল। আহত ডাকাত সদস্য খোকনের বাড়ি আচমিতায়।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, নিহত ডাকাতের নামপরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আহত অবস্থায় আটক খোকন ডাকাতকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।