বিশেষ প্রতিনিধি ।।
বাংলাদেশ মাদকবিরোধী সংগঠন কেন্দ্রীয় কমিটি রোববার ৩ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কিশোরগঞ্জের নিকলীতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
উপজেলার রোদারপুড্ডা বাজারের ইতালী মার্কেট চত্বরে সংগঠনটির চেয়ারম্যান মিন্নাত হোসেন সজীবের সভাপতিত্বে ও সংগঠনটির মহাসচিব রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার রুমা, প্রধান আলোচক ও সংগঠনটির উপদেষ্টা শাহরিয়ার হোসেন খান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি মিজানুর রহমান সুমনসহ অর্ধ সহস্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের কুফল ও ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে জানান, প্রত্যন্ত হাওর উপজেলা নিকলীতেই ৪শ স্পটে মাদক কেনাবেচা হচ্ছে। এই সমীক্ষা সারা বাংলাদেশেই। উন্নয়নে বাংলাদেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ যুব সমাজের মাদকাসক্তি। এই সমস্যা উত্তরণে সরকারের সদিচ্ছার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার ওপর সম্পূর্ণ নির্ভর না করে সকলকে একজোট হয়ে কাজ করার আহবান জানান তারা।