কটিয়াদী সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এক টাকার কয়েন নিয়ে বিতর্কের জেরে ফজলুর রহমান (৫০) নামে এক মুদি ব্যবসায়ীকে সোমবার ৪ সেপ্টেম্বর গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পৌর এলাকার ঘাগৈর গ্রামের। ফজলুর রহমান মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের আ: হেকিম বাদশা মিয়ার ছেলে।
জানা যায়, রোববার দুপুরে ঘাগৈর গ্রামের আসাদ মিয়ার ভাগনে মিজানুর রহমান স্থানীয় মুদি ব্যবসায়ী ফজলুর রহমানের দোকান থেকে দু’টি সিগারেট কিনে একটি পাঁচ টাকা, দুইটি দুই টাকার নোট ও একটি এক টাকার কয়েন দেয়। এ সময় দোকানী কয়েনের পরিবর্তে টাকার নোট দিতে বলেন। এ নিয়ে উভয়ের মাঝে তর্ক-বিতর্ক হয়।
এ ঘটনায় মিজানুর রহমান বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কয়েনকে অবমাননার বিষয় উল্লেখ করে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। মিজান ঢাকা উত্তরা থেকে বেড়াতে আসে এবং অভিযোগ দিয়ে লাপাত্তা হয়ে যায়। থানা হাজতে আটক মুদি ব্যবসায়ী বলেন, আমি কয়েনটির পরিবর্তে টাকার নোট দিতে বললে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং দেখে নেয়ার হুমকি দেয়। তার মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আমি বঙ্গবন্ধুর বিষয়ে কোন ধরনের মন্তব্য করিনি। একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হচ্ছে।
কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে আটক করা হয়েছে। তবে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।