নিজস্ব প্রতিবেদক ।।
ঈদুল আজহা উপলক্ষে নিকলী উপজেলার “দ্বীপ ইউনিয়ন” খ্যাত ছাতিরচর ইউনিয়নে প্রথমবারের মতো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবারের নৌকা বাইচের আয়োজক ছিলেন ছাতিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইয়ার খান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা, নিকলী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ এবং নিকলী থানার ভারপ্রাপ্ত কমকর্তা।
বাইচে প্রথম পুরস্কার অর্জন করে নিকলী সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নৌকা। দ্বিতীয় হয় জারুইতলা ইউনিয়নের শাহপুরের নৌকা।
প্রথম পুরস্কার হিসেবে ছিলো ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও দ্বিতীয় পুরস্কার দেয়া হয় ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন।