আমাদের নিকলী ডেস্ক ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এ দায়িত্ব দেয়া হয়। বাসস
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ১১(২) ধারা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানকে উপাচার্যের এ দায়িত্ব প্রদান করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে সোমবার ৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুযায়ী উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত ড. মোহাম্মদ আখতারুজ্জামান এ পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।