অসচ্ছলদের জেলা প্রশাসকের আয়বর্ধক উপকরণ বিতরণ


আমাদের নিকলী ডেস্ক ।।

হোসেনপুরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে রোপন আমন ধানের চারা বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন। অসচ্ছল নারী-পুরুষদের মাঝে আয়বর্ধক এসব উপকরণ বিতরণ ছাড়াও তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি বিতরণ ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস এসব কর্মসূচিতে অংশ নেন। এ উপলক্ষে হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভিপি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম প্রমুখসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী নারী, প্রতিবন্ধী শিক্ষার্থী, কৃষক, প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান।

সূত্র : অসচ্ছলদের মাঝে জেলা প্রশাসকের আয়বর্ধক উপকরণ বিতরণ [কিশোরগঞ্জ নিউজ, ৬ সেপ্টেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!