আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেছেন।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বাধীন এ সংক্রান্ত কমিটি গত ২৯ আগস্ট কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিনকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।
বর্ণাঢ্য সামাজিক ও রাজনৈতিক জীবনের অধিকারী মো. আব্দুল ওয়াহাব আইন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে ওঠে আসা এই রাজনীতিকের সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলেও রয়েছে সরব পদচারণা। একজন সদালাপি ও স্পষ্টভাষী মানুষ হিসেবেও তাঁর ব্যাপক পরিচিতি ও সুনাম রয়েছে। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও গণমুখী চরিত্রের কারণে কটিয়াদী উপজেলার আপামর জনসাধারণের কাছে তিনি এক জনপ্রিয় ও প্রিয়মুখ।
বিগত নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ও জনসাধারণের কল্যাণে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র : আব্দুল ওয়াহাব আইন উদ্দিন জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান [কিশোরগঞ্জ নিউজ, ৭ সেপ্টেম্বর ২০১৭]