সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন


বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। তাদের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য লোকজন একাত্মতা প্রকাশ করেন। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বেলা ১২টায় শহরের কালীবাড়ি মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা, সাংবাদিক আছাদুজ্জামানের ওপর হামলাকারীদের গ্রেফতার, সাংবাদিকের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিরাপত্তা ও পাকুন্দিয়া থানা ওসির প্রত্যাহার দাবি করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন, স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুবীর বসাক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, সাধারণ সম্পাদক সাকা উদ্দিন আহমেদ রাজন, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক এনায়েত করিম অমি, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ রশিদ ভূঁইয়া, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট পাকুন্দিয়া পৌর এলাকার মঙ্গলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামানের ওপর তার বড় ভাই খন্দকার আশরাফুজ্জামানের প্রতিপক্ষরা হামলা চালায়। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ওই সাংবাদিকের বড় ভাইয়ের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই দিন দু’পক্ষের ঝগড়া থামাতে গেলে সাংবাদিক আছাদের ওপর হামলা চালায় তারা। এতে তিনি গুরুতরভাবে জখম হন। বর্তমানে তিনি পাকুন্দিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ শামছুদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি দু’টি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি দাবি করেন, পুলিশ কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি।

Similar Posts

error: Content is protected !!