অবশেষে কটিয়াদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরনের ১২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। কটিয়াদী মডেল থানা পুলিশ লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের তোতা মিয়ার বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রী এবং অভিযুক্ত অপহরনকারী তরিকুল ইসলাম বায়েজিদকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়েজ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত অপহরনকারীকে বুধবার কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অপহৃত স্কুলছাত্রী কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং কটিয়াদী পৌর সদরের পশ্চিম পাড়া গ্রামের বিমল দাসের মেয়ে।

গত ২৫ আগস্ট কোচিং শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরন করা হয়েছিল বলে ছাত্রীর বাবা বিমল দাস ৪জনকে আসামি করে একটি অপহরন মামলা করেন।

Similar Posts

error: Content is protected !!