কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে পূর্ব পারুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং সেক্টরের যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার (আলফা কোম্পানী) মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসমত কাদীর গামা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (সিআইডি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। সমাবেশ পরিচালনায় ছিলেন সরকার শফিউল্লাহ দিদার।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন।
এসময় জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।