শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাল খুলছে

আমাদের নিকলী ডেস্ক ।।

পবিত্র ঈদ উল আযহার ছুটি শেষে রোববার ১০ সেপ্টেম্বর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। ওইদিন থেকেই সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। বাসস

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী- গত ২৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ উল আযহার ছুটি শুরু হয়। ফলে ওইদিন থেকে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে ফিরতে শুরু করেছেন।

Similar Posts

error: Content is protected !!