আমাদের নিকলী ডেস্ক ।।
পবিত্র ঈদ উল আযহার ছুটি শেষে রোববার ১০ সেপ্টেম্বর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। ওইদিন থেকেই সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। বাসস
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী- গত ২৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ উল আযহার ছুটি শুরু হয়। ফলে ওইদিন থেকে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে ফিরতে শুরু করেছেন।