আমাদের নিকলী ডেস্ক ।।
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাসুদুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইটনা উপজেলার হিজলজানী হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মাসুদ। নিহত মাসুদুর রহমান রাজী গ্রামের আবদুল খালেকের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, রাজী গ্রামের ছয় যুবক তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রাম সংলগ্ন হিজলজানী হাওরে মাছ ধরতে যায়। শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে তারা বজ্রপাতের শিকার হয়। এতে মাসুদুর রহমান (৩০) জালের নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এছাড়া বাকি পাঁচ যুবক নূরু মিয়া (৩২), জাহিম (২৫), শহিদুল ইসলাম (২৪), রুবেল (২৭) ও আপন (১৭) আহত হয়। রাতে আহতদের উদ্ধার করে অনেক খোঁজাখুঁজির পরও মাসুদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে যুবকের পরিবার ও এলাকাবাসী পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে শনিবার সকাল ৭টার দিকে কোনা জাল দিয়ে হাওরের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
সূত্র : মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ৯ সেপ্টেম্বর ২০১৭]