সংবাদদাতা ।।
উপজেলার সিংপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া এক কালবৈশাখী ঝড়ে জামালুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ব্যাপক তি হয়েছে। গত শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে সিংপুর বাজার জামে মসজিদের ছাদের ওপর টিনশেড মাদ্রাসাটির ওপরের চালা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। এ অবস্থায় খোলা আকাশের নিচে মাদ্রাসার শিার্থীদের পাঠদান করতে হচ্ছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: এমদাদুল ইসলাম জানান, ২০১১ সালে অত্র এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় সিংপুর বাজার জামে মসজিদের ছাদে টিনশেড ঘর করে ৫ জন শিক নিয়োগ দেয়। প্রায় ৭০ জন ছাত্র মাদ্রাসায় কোরআন শিা নিচ্ছে। সিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, চলতি মৌসুমে সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন মাদ্রাসার সৌরবিদ্যুতের জন্য ৬ টন টিআর বরাদ্দ দেন। এছাড়া এলাকাবাসীর একান্ত সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালনা হয়ে আসছে। কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার ঘরের টিনসহ উড়িয়ে নিয়ে যায়। আর্থিক অনটনে পরিচালিত মাদ্রাসাটির ঘর মেরামত করার মতো অর্থ বর্তমানে নেই। ফলে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পড়ালেখা করতে হচ্ছে।