ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু

আমাদের নিকলী ডেস্ক ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষা শুরু হয়েছে।

১০ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র এবং বেগম বদরুন্নেছা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বাসস

এসময় তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, কলেজসমূহের সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য সন্তোষ প্রকাশ করেন।

অধিভুক্ত ৭টি কলেজের পরীক্ষার কেন্দ্রসমূহ হলো, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজ, ঢাকা কলেজের পরীক্ষার কেন্দ্র ইডেন কলেজ, ইডেন কলেজের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নেছা কলেজ, তিতুমীর কলেজের পরীক্ষার কেন্দ্র বাঙলা কলেজ এবং বাঙলা কলেজের পরীক্ষার কেন্দ্র তিতুমীর কলেজ। আগামী ৩১ অক্টোবর পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

Similar Posts

error: Content is protected !!