নিজস্ব প্রতিবেদক ।।
কারপাশা ইউনিয়নের মজলিশপুর ভূঞা বাড়ির মরহুম মুনসি মো. আবদুল হাসিম ভূঞার চতুর্থ ছেলে ইসরাফিল ভূঞা আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি দীর্ঘদিন যাবত নানান অসুস্থতায় ভুগছিলেন। গত ৮-৯ মাস যাবত চিকিৎসার জন্য ঢাকায় বসবাস করছিলেন। ইসরাফিল ভূঞা সাত ভাইয়ের মধ্যে চতুর্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ভাই নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান ইসহাক ভূঞা।
আগামীকাল মঙ্গলবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় নয়াহাটি-বদরপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।
ইসরাফিল ভূঞার মৃত্যুতে শোক জানিয়েছে আমাদের নিকলী ডটকম পরিবার। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।