আমাদের নিকলী ডেস্ক ।।
গরুর ঘাস কাটা নিয়ে কলহের জের ধরে কিশোরগঞ্জে নবী হোসেন (৩৮) নামে এক কৃষক খুন হয়েছেন। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কুতখাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবী হোসেন কুতখাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় ছিদ্দিক (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ঘাস কাটা নিয়ে নবী হোসেনের বাবা দুলাল মিয়াকে প্রতিবেশি চুন্নু ও ছিদ্দিক শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বুধবার বিকালে এর প্রতিবাদ করায় নবী হোসেনের বুকে শাবল দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই নবী হোসেন মারা যান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, এ ঘটনায় ছিদ্দিক নামে একজনকে আটক করা হয়েছে।
সূত্র : গরুর ঘাস কাটা নিয়ে বিরোধে প্রাণ গেলো কৃষকের [কিশোরগঞ্জ নিউজ, ১৩ সেপ্টেম্বর ২০১৭]