আমাদের নিকলী ডেস্ক ।।
হাঙর দেখলে আমরা অনেকেই ভয় পাই। কিন্তু জানেন কি, হাঙরের আক্রমণে প্রতিবছর কতজন ব্যক্তি মারা যায়? কিংবা বাঘ, সিংহ, সাপের হামলায়? ছবিঘরে থাকছে সে তথ্যগুলো।
মশা
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণীর তালিকায় সবার আগে থাকছে মশার নাম। কি অবাক হচ্ছেন? তাহলে জেনে নিন যে, মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বে প্রায় ৬ লক্ষ মানুষ প্রাণ হারায়। এছাড়া ডেঙ্গু, পীতজ্বর, এনসেফালাইটিস বা মস্তিষ্কপ্রদাহ ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে মারা যায় আরও প্রায় সোয়া লক্ষ মানুষ।
মানুষ
হ্যাঁ। এই আধুনিক যুগে এসেও মানুষই মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। প্রতিবছর প্রায় পৌনে পাঁচ লক্ষ মানুষ অন্য মানুষের হাতে প্রাণ হারায়।
সাপ
সব সাপ প্রাণঘাতী নয়, এমনকি অনেক প্রজাতির সাপের কামড়ে বিষও থাকে না। কিন্তু যাদের আছে তাদের কামড়েই প্রতিবছর প্রায় ৫০ হাজার লোক মৃত্যুবরণ করে।
কুকুর
কুকুরের নামের সঙ্গে জড়িয়ে আছে জলাতঙ্ক রোগের নাম। এর টিকা আবিষ্কৃত হলেও এখনও এই রোগে প্রতিবছর মারা যান প্রায় ২৫ হাজার জন।
মিঠাপানির শামুক
উন্নয়নশীল দেশগুলোতে দূষিত পানির সংস্পর্শে গিয়ে মূলত শিশুরা একধরণের অসুখে ভোগে, যা কখনও কখনও মৃত্যুর কারণও হয়ে থাকে। মিঠাপানির শামুক থেকে নিঃসৃত প্যারাসাইট বা পরজীবী দূষিত পানির সঙ্গে মিশে থাকায় সিসটোসোমিয়াসিস নামক একটি রোগ হয়ে থাকে। এতে প্রতিবছর প্রায় ১০ হাজার জনের মৃত্যু হয়।
কেঁচোকৃমি
বিভিন্ন ধরণের কৃমির মধ্যে কেঁচোকৃমি সবচেয়ে বেশি প্রাণঘাতী। এর সংক্রমণে বিশ্বে প্রতিবছর গড়ে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ যায়। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
ফিতাকৃমি
এই জাতের কৃমির সংক্রমণে মারা যায় প্রায় দুই হাজার মানুষ। কেঁচোকৃমির মতো ফিতাকৃমিতেও শিশুরাই বেশি সংক্রমিত হয়। কৃমিজাত রোগ থেকে মুক্তি পেতে উন্নত শৌচাগার ও যথাযথ মল নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কুমির
হাঙর, সিংহ কিংবা বাঘের মতোই কুমিরকে ভয় পান অনেকেই। অবশ্য পাওয়ারই কথা। কারণ কুমিরের হামলায় নিহত হওয়া মানুষের সংখ্যা প্রায় এক হাজার।
জলহস্তী
দেখতে হয়ত ততটা ভয়ংকর নয়, কিন্তু তাদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ সুযোগ পেলেই আক্রমণাত্বক হয়ে উঠতে পারে জলহস্তী। প্রতিবছর প্রায় পাঁচশো মানুষের জীবনের অবসান ঘটায় তারা।
হাতি
দেখতে গোবেচারা গোছের। কিন্তু মাঝেমধ্যেই হিংস্র হয়ে ওঠে হাতি। বুনোহাতির হামলায় মানুষের নিহত হওয়ার খবর আমরা প্রায়ই পড়ে থাকি। প্রতিবছর এভাবে প্রায় একশোজনের প্রাণ যায়।
হাঙর
হাঙরকে দেখতে যতই ভয়ংকর মনে হোক, মানুষের যেহেতু তাদের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা কম থাকে, তাই হাঙরের হামলায় মানুষের প্রাণ যাওয়ার ঘটনাও খুব বেশি ঘটেনা। সংখ্যাটা প্রতিবছর ১০ জনের মতো।
সূত্র : বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী কয়েকটি প্রাণী [ডয়চে ভেলে, ২১ জুলাই ২০১৬]