কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ খরমপট্টি মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে ১৩টি উপজেলার সকল নেতাকর্মীর উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত।
এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আয়েশা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি নাজনীন আক্তার, সহ-সম্পাদক শেখ শফিউল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে অনুক শর্মাকে সভাপতি, আফজল হোসেনকে সাধারণ সম্পাদক, নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক করে একটি জেলা কমিটি গঠন করা হয়।