কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলামকে পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি পদোন্নতিতে রাঙামাটি জেলার অতিরিক্তি জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি তিন বছরেরও বেশি সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
সোমবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওএমসিএইচ) ডাঃ আলী হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা আয়েশা খন্দকার, স্বনির্ভর বাংলাদেশ কটিয়াদী ম্যানেজার মোস্তফা কামাল, সরকারি কর্মচারী কল্যাণ সংঘ কটিয়াদী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহেদা আক্তার, পরিবার কল্যাণ সহকারী সেলিনা আক্তার।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বপন ঘোষ।