নিকলীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


আমাদের নিকলী ডেস্ক ।।

দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের উদ্যোগে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী ও বাজিতপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর দুপুরে নিকলী উপজেলা অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও আনোয়ার সিমেন্টের ডিজিএম মো. তাজগুল ইসলাম সাজু।

এ সময় নিকলী ও বাজিতপুর উপজেলা বন্যায় সর্বশান্ত দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক ক্ষতিগ্রস্তকে চাল, ডাল, তেলসহ অন্যান্য ত্রাণ সামগ্রী দেয়া হয়।

আনোয়ার সিমেন্টের ডিজিএম মো. তাজগুল ইসলাম সাজু বলেন, আনোয়ার গ্রুপ বন্যার্তদের পাশে আছে। আর্তমানবতার সেবায় আনোয়ার গ্রুপ সব সময় ছিল এবং থাকবে।

এসময় আনোয়ার সিমেন্টের ডিএসএম শেখ রিয়াদ আল মাহমুদ, আনোয়ার সিমেন্টের ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ব্যবসায়ী মাসুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : কিশোরগঞ্জে বন্যার্তদের মাঝে আনোয়ার গ্রুপের ত্রাণ বিতরণ [কিশোরগঞ্জ নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!