কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ইসরাত জাহান কেয়া যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে তিনি যোগদান করেন। পরে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাকে বরণ করে নেয়া হয়।
সদ্য যোগদানকারী ইউএনও ইসরাত জাহান কেয়া ২৮তম ক্যাডারে (প্রশাসন) চাঁদপুর ডিসি অফিসে যোগদান করেন। পরে নরসিংদী জেলার পলাশ ও শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন এবং ঢাকার পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
বিদায়ী নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম পদোন্নতিতে নতুন কর্মস্থল হিসেবে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।