কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে রোববার ২৫ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সদর উপজেলা শাখার সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালিব।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখিত বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের ৬ দফা দাবির মধ্যে রয়েছে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি চালু, মাদ্রাসার জন্য সরকারিভাবে ভবন নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, বেতন স্কেল উন্নীতকরণ ও শিক্ষকদের ইনডেক্স নাম্বার প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ প্রদান। কর্মসূচিতে জেলার বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।