কিশোরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামীসহ আটক ৪

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জে পারুল আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার ২৫ সেপ্টেম্বর ভোরে সদর উপজেলার ডাহুকিয়া গ্রামে স্বামীর বাড়ির কাছে একটি মাছের খামারের পাশ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত পারুল আক্তার ডাহুকিয়া গ্রামের শফিক আহমেদ খানের স্ত্রী। এ ঘটনায় পুলিশ পারুলের স্বামী শফিক, দেবর লতিবাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আরিফ আহমেদ খান, তাদের ভাতিজা কলেজছাত্র স্বপন আহমেদ খান ও রাজিব আহমেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে ঘটতে পারে এ হত্যাকাণ্ড। পুলিশ বলছে, পারুলকে গলাকেটে হত্যা করা হয়েছে। তাছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের জখম রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ১০-১১ বছর আগে ময়মনসিংহের গফরগাঁওয়ের পারুলের সাথে ডাহুকিয়া গ্রামের আব্দুল বারি খানের ছেলে শফিক আহমেদ খানের বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ ও ঝগড়া-বিবাদ বেড়ে গিয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। সকালে স্বামীর মাছের খামারের পাশ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Similar Posts

error: Content is protected !!