করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৪ নভেম্বর

আমাদের নিকলী ডেস্ক ।।

করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার নির্বাচন কমিশন এ মর্মে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৮ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে ১৭ অক্টোবর। আর ৪ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি ও সহকর্মীদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও উপজেলা মোট ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস্থা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে এবং এ বিষয়ে গোপন ব্যালটে সুমনের বিপক্ষে ১৩টি ও পক্ষে একটি ভোট পড়ে।

এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এবং উপজেলা পরিষদ সংশোধনী আইন-২০১১ এর সংশ্লিষ্ট ধারায় এ বছরের ২৩ মে তাকে অপসারণ করে পদটি শূণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

সূত্র : করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ৪ নভেম্বর  [কিশোরগঞ্জ নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!