হাতাহাতিতে জড়িয়ে গ্রেফতার স্টোকস ওয়ানডে থেকে বাদ


আমাদের নিকলী ডেস্ক ।।

‘মারামারিতে জড়িয়ে’ পুলিশের হাতে গ্রেফতার হন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। পরে মুক্তি পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের দলে তাকে রাখেনি ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

‘মারামারি’র সময় স্টোকসের সাথে ছিলেন সতীর্থ অ্যালেক্স হেলস। কিন্তু ঘটনার সাথে ‘জড়িত না থাকায়’ পুলিশ তাকে গ্রেফতার দেখায়নি। ইসিবি বলছে, স্টোকসের বিপক্ষে পুলিশি তদন্তে সহায়তা করার জন্য হেলসকেও দলে রাখা হয়নি।

ঠিক কী কারণে স্টোকসকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী, ইসিবির পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয়নি। তবে বিবিসি জানাচ্ছে নাইট ক্লাবে হাতাহাতিতে জড়িয়েই পুলিশের হাতে গ্রেফতার হন স্টোকস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয় উদযাপন করতে সোমবার রাতে ব্রিস্টলের এমবারগো নাইট ক্লাবে গিয়েছিলেন স্টোকস এবং হেলস। এরপর রাত ২.৩৫ মিনিট স্টোকসকে গ্রেফতার করে সমারসেট পুলিশ।

‘আমাদের ডেকে বলা হয় যে কুইন্স রোডে এক বিপর্যয় ঘটে গেছে। আমরা গিয়ে দেখি ২৭ বছরের এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সেখান থেকে ২৬ বছর বয়সের আরেক যুবককে আহত অবস্থায় আমরা আটক করি। তদন্ত চলছে,’ বিবিসিকে জানিয়েছেন সমারসেট পুলিশের মুখপাত্র।

গ্রেফতারের পরদিন সকালে স্টোকসকে ছেড়ে দেয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানিয়েছে সমারসেট পুলিশ। তদন্ত চলাকালীন এই বাঁহাতি অলরাউন্ডারকে কোনো প্রকার খেলায় না নেয়ার ঘোষণা এসেছে ইসিবির পক্ষ থেকে। সঙ্গত কারণে বুধবার অ্যাশেজের দল ঘোষণার কথা থাকলেও আপাতত তা স্থগিত করেছে বোর্ডটি।

সূত্র : গ্রেপ্তার হওয়ায় ওয়ানডে থেকে বাদ স্টোকস  [চ্যানেল আই অনলাইন, ২৬ সেপ্টেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!