ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্যের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের ভৈরবে বেপরোয়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফুর রহমান (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নীচে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ডালিম নামে আরেক পথচারী। আহত ডালিমকে আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার ১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় এনা পরিবহনের সুপারভাইজার ডালিম নামে এক পথচারীকে দেশীয় অস্ত্রের মুখে আটক করে ছিনতাইকারীরা। এ সময় ওই পথচারীকে আঘাত করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ঘটনাস্থলের অদূরে রেল সেতু পাহারায় থাকা পুলিশ ব্যারাকের সদস্য আরিফুর রহমান (বিপি ৫৬০) ছুটে আসলে ছিনতাইকারীরা ওই পুলিশ কনস্টেবলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে অপর পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য আরিফ ও পথচারী ডালিমকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য আরিফকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ ঘটনায় এই রিপোর্ট তৈরি পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নিহত পুলিশ কন্সটেবল আরিফের বাড়ি ময়মনসিংহ জেলার কতোয়ালি থানার খাকডহর গ্রামে। মাত্র ৭মাস আগে মানব সেবার লক্ষে পুলিশের চাকরিতে যোগ দেন নিহত আরিফ।

ঘটনাটি নিশ্চিত করে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Similar Posts

error: Content is protected !!