কিশোরগঞ্জে পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২


বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের মারিয়া ইউনিয়ন পরিষদের কাছে পিকআপ-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো তিনজন। মঙ্গলবার ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিলন মিয়া (৫০) ও একই উপজেলার পৌর এলাকার পাইকলক্ষ্মীয়া গ্রামের আবদুস সালামের ছেলে মফিজউদ্দিন (৫২)। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জ, আর পিকআপটি কিশোরগঞ্জ শহর থেকে বিন্নাটি বাজারে যাচ্ছিল। পথে মারিয়া ইউনিয়ন পরিষদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

আহতদের মধ্যে জাকির হোসেন, সানজিদা শারমিন ও অটোরিকশার চালক পাশাকে ২৫০ শয্যার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!