সংবাদদাতা ।।
৫ এপ্রিল থেকে শুরু হওয়া দামপাড়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ২০১৪-২০১৫ অর্থ বছরে দ্বিতীয় পর্যায়ের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান, সচিব মোঃ ছফির উদ্দিন এবং স্থানীয় ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত থেকে জনগণের উত্থাপিত বিভিন্ন প্রত্যাশিত আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। উল্লেখ্য স্থানীয় সরকার শক্তিশালী করণ এবং এর সকল কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারের এ পদক্ষেপ। বিভিন্ন ওয়ার্ড সভায় ফটোগ্রাফার হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্ত মুহাম্মদ আতাউর রহমান।