বাবা ও শিক্ষক দিবস

এম এ আহছান ।।

বাবা (আমরা আব্বা সম্বোধনেই ডাকতাম) আপনার অনেক সাধ ছিল আপনার সন্তানগণ আপনার মতোই শিক্ষক, আদর্শ শিক্ষক হোক। কিন্তু বিধির লিখন কেউ খণ্ডন করতে পারে না। ঠিক তেমনি হয়ত আমরাও পারিনি।

তবে, পেশা হিসাবে শিক্ষকতাকে নিতে না পারলেও জীবনের বহু ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পালন করছি প্রতিনিয়ত।

পারিনি শিক্ষক হতে, কিন্তু আপনার শিক্ষা, নীতি নৈতিকতা, আদর্শের কোন ব্যত্যয় করিনি।

সবসময়ই আক্ষেপ আছে- আপনার মতো শিক্ষক হতে পারিনি, হয়ত হতে পারি আদর্শবানও।

তবুও গর্ববোধ করি আপনার জন্য, আপনার মতো আদর্শবান একজন শিক্ষকের সন্তান হিসেবে।

আজ এই শিক্ষক দিবসে আপনিসহ যেসব শিক্ষক এই মহানব্রত থেকে অবসর নিয়ে পরপারে চলে গেছেন আল্লাহর কাছে তাঁদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি ও জীবিত শিক্ষকগণের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মহান পেশাটিকে সম্মানজনকভাবে তুলে ধরার জন্য আহ্বান।

সকলের সুস্থ্যতা ও সমৃদ্ধি কামনা করছি।

Similar Posts

error: Content is protected !!