মতিয়র রহমান বীর বিক্রমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক ।।

শুক্রবার ৬ অক্টোবর মুক্তিযুদ্ধের বীর সেনানী মতিয়র রহমান বীর বিক্রমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল ও কোরানখানির মাধ্যমে পালিত হয়েছে। ২০১১ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকায় মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে নিকলী সদরের বানিয়াহাটিতে তার নিজ বাসভবনে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৬ অক্টোবর উক্ত মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

এদিন জুম্মার নামাজ বাদ নিকলীর প্রায় সব মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও জাতির এ শ্রেষ্ঠ সন্তানের কবরে তার পরিবারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

তিনি মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নিকলী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বড়ছড়া সাব-সেক্টরের কোবরা কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে এ বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হন।

Similar Posts

error: Content is protected !!