বাল্যবিবাহ নিরোধ দিবস বৃহস্পতিবার


আমাদের নিকলী ডেস্ক ।।

বাল্য বিবাহ নিরোধ দিবস বৃহস্পতিবার। প্রতিবছর শিশু অধিকার সপ্তাহের একটি দিন বাল্য বিবাহ নিরোধ দিবস পালন করা হয়। দেশে বুধবার থেকে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ ২০১৭।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৪ অক্টোবর ২০১৭ তারিখে এক চিঠিতে এর আওতাভুক্ত এলাকা, দপ্তর ও সংস্থায় আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ১২ অক্টোবর ২০১৭ বাল্য বিবাহ নিরোধ দিবস পালনের নির্দেশ দিয়েছে। বাসস

বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিশু সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করছে। এ ছাড়াও ব্র্যাকের প্রায় অর্ধশত কিশোর-কিশোরী নগরীতে এক সাইকেল র‌্যালিতে অংশ নেবে।

‘আমার কথা শোন’ বিষয়ক আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে বিকেল তিনটায় শিশু একাডেমি মিলনায়তনে। নিজেদের অধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে এতে কথা বলবে শিশুরা। আলোচনায় অংশ নেবেন শিশু অধিকার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শিশু অধিকার কর্মীরা।

Similar Posts

error: Content is protected !!