কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু


আমাদের নিকলী ডেস্ক ।।

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে মাহবুল্লা এলাকার ২১০ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আব্দুর রহিমের ছেলে। সাত মাস আগে আল শাহারী নামে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে চাকরি করতে আসেন এই যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসায় ফেরার সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি ধাক্কা দিলে গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র : কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত  [জাগো নিউজ, ১৫ অক্টোবর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!