অতিবর্ষণে হাওরে পানি বৃদ্ধি, নয়াখাল বাঁধে মাটি ভরাট

সংবাদদাতা ।।
উত্তরে পাহাড়ি ঢলে ও অতিবর্ষণে আকস্মিক বৃদ্ধি পেয়েছে হাওরের পানি। কৃষকের মনে দেখা দিয়েছে আতংক।
উপজেলায় এখন চলছে একফসলী বোরো ধান কাটার উৎসব। এরই মাঝে নদীর পানি বেড়ে নিচু জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কোন কোন জায়গায় বাঁধ ডুবে যাওয়ারও উপক্রম হয়েছে। উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে কৃষক মোঃ সানি এই প্রতিবেদককে জানান, বৈশাখ মাসের ১ম সপ্তাহে পর পর বৃষ্টি ও ঢলের পানি উজান থেকে নেমে আসার ফলে সিংপুরের হাওরের নিচু জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। নয়াখালের বাঁধ হঠাৎ ডুবে যাওয়ার উপক্রম হলে এলাকাবাসী মিলে মঙ্গলবারে মাটি ভরাট করে উচু করি। এছাড়া উপজেলার জনসাই হাওরের কৃষকদের মনে ও অকাল বন্যার আতংক বিরাজ করছে। ইতোমধ্যে নিচু জমিতে পানির পরিমাণ বেড়ে গেছে। তলিয়ে যাওয়া জমি থেকে দ্রুত ধান কাটতে ব্যস্ত রয়েছে কৃষক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!