আমাদের নিকলী ডেস্ক ।।
লীগ ম্যাচে দলের অন্য খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে মারা গেছেন ইন্দোনেশিয়ার এক গোলকিপার। ৩৮ বছর বয়সী খইরুল হুদাকে খেলার মাঠ থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুকে এবং চোয়ালের নিচে আঘাতপ্রাপ্ত হন খইরুল। সম্ভবত এ কারণে তার মাথায় ও নাকে ট্রমা সৃষ্টি হয়।
চিকিৎসক আন্দ্রি নুগরহ জানান, বুকে ধাক্কা খাওয়ার কারণে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এক ঘন্টা চেষ্টা করার পরেও চিকিৎসক দল পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি।
খইরুলের আকস্মিক মৃত্যুর পর কয়েক হাজার সমর্থক তাৎক্ষণিক জমায়েত হয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানায়।
খইরুল ক্লাবের পক্ষ হয়ে প্রায় ৫০০ এরও বেশি ম্যাচ খেলেন। ইন্দোনেশিয়ার ক্লাব ফুটবলের জনপ্রিয় একজন খেলোয়াড় ছিলেন তিনি। তার প্রতি সম্মান জানানোয় ভক্তদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করা হয় পারসিলা ক্লাবের পক্ষ থেকে। সূত্র : বিবিসি
সূত্র : খেলোয়াড়ের সাথে ধাক্কায় মাঠেই গোলকিপারের মৃত্যু [পরিবর্তন, ১৬ অক্টোবর ২০১৭]