দামপাড়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে ১৬ অক্টোবর আয়োজিত হলো জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭।

এ বছরের জাতীয় স্যানিটেশন মাস-এর প্রতিপাদ্য হলো “পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” আর বিশ্ব হাত ধোয়া দিবস-এর প্রতিপাদ্য হলো ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’। এ উপলক্ষ্যে দামপাড়া ইউনিয়ন পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা এবং সাবান হাত ধোয়ার প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ওয়াশ সমন্বয়কারী মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ইউপি মেম্বারবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় দুইশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!