কটিয়াদীতে পাখিদের আবাস দিচ্ছে “আশ্রয়”


কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন “আশ্রয়”-এর পক্ষ থেকে পাখিদের আবাস নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। ‘আমরা সকলের’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার ১৩ অক্টোবর বিকেলে উপজেলার আচমিতা বাজারে ৪:৩০ মিনিটে পাখির আবাস নির্মাণের জন্য প্রথম অবস্থায় ৫০টি কলস নির্ধারিত গাছে ঝুলিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু করে।

শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আচমিতা জর্জ ইনস্টিটিউশনের বিভিন্ন গাছে কলস ঝুলিয়ে পাখিদের আবাস তৈরির মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

প্রথমে মধ্যপাড়া, পাইকসা, পাঁচগাতিয়া, বানিয়াগ্রাম, গনেরগাঁও, ভিটাদিয়া, ভাঞ্চুনিয়া, আচমিতা, চারিপাড়া, উখড়াশাল গ্রামগুলোতে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে আবাসনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানান সংগঠনের সদস্যগণ।

এসময় সংগঠনটির সদস্যদের মধ্যে আজিজুল ইসলাম মামুন, শহীদুজ্জামান শহীদ, জসিম উদ্দিন, রাজীব সরকার পলাশ, আবু বাক্কার সুমন, নুরুল্লাহ শাহীন, সুরুজ মিয়া, একেএম মোর্শেদ সজীব, আবুল কাশেম, আল আমিন, জাকির হোসেন জুয়েল, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন কাজল, তাজুল ইসলাম, মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!