আমাদের নিকলী ডেস্ক ।।
ফ্রেডরিক দ্য গ্রেট অনেকের চোখেই পৃথিবীর সবচেয়ে স্মার্ট আর সুদর্শন ঘোড়া। ফ্রিজিয়ান জাতের স্ট্যালিয়নটার বয়স এখন ১৬।
তার জন্ম নেদারল্যান্ডসে। আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের পিনাকল অব হর্স খামারের মালিক স্টেসি নাজারিও ফ্রেডরিককে ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। তার পর থেকে পেলে-পুষে বড় করেছেন। নাজারিও জানান, প্রথম দেখায়ই তাঁর মনে হয়েছিল ঘোড়াটা আর আট-দশটা ঘোড়ার চেয়ে আলাদা। কালো রঙের ঘোড়াটি এরই মধ্যে ভক্তদের কাছে নানা ধরনের আদুরে নামে পরিচিতি পেয়ে গেছে।
গত গ্রীষ্মে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার ছবি হাজার হাজার বার শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। পেশিবহুল শরীর, চকচকে চামড়া, বাতাসে নাচতে থাকা ঢেউ খেলানো কালো কেশরের ঘোড়াটার দিক থেকে চোখ ফেরানো মুশকিল। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, ফ্রেডরিক নিজেও বুঝতে পারে, সে যে অন্য ঘোড়াগুলোর চেয়ে আলাদা। ছবি তোলার সময় নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা দেখা যায় তার মধ্যে। তবে এ জন্য তার মোটেই দেমাগ নেই। এমনকি ছোট শিশুদের সাথেও বেপরোয়া আচরণ করে না।
গত বছর অনলাইনে তার ভক্ত ছিল ৪০ হাজার। এখন তা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে অচিরেই হয়তো চলচ্চিত্রেও দেখা যেতে পারে তাকে। ফ্রেডরিকের জন্য বেশ কিছু ছবির প্রস্তাব এসেছে তার মালিকের কাছে। এদিকে ২০১৫ সালের আগস্টে বাবা হয়েছে ফ্রেডরিক। ছোট ঘোড়াটাও নাকি দেখতে অনেকটা বাবার মতোই হয়েছে।
সূত্র : সুদর্শন ঘোড়া [কালের কণ্ঠ, ১৫ অক্টোবর ২০১৭]