সংবাদদাতা ।।
দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আঃ হেলিম ও তার বড়ভাই সিরাজের সাথে জমি বিরোধ নিয়ে গত রবিবার উত্তেজণাকর পরিবেশের সৃষ্টি হয়। চাষী আঃ হেলিম অন্যান্য বছরের ন্যায় এবারও জমি চাষাবাদ করে রবিবার কিছু কাজের লোক নিয়োগ করে পাকা ধান কাটতে যায়। ঐদিকে তার বড় ভাই সিরাজ কিছু লোক নিয়ে ধান কাটায় বাঁধা প্রদান করে। পরে আঃ হেলিম থানা পুলিশের স্বরণাপন্ন হলে বিষয়টি সাময়িক নিয়ন্ত্রণে আসে।