নিজস্ব প্রতিবেদক ।।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিকলীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে “পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এবং ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ আড়ম্বরে উদযাপন করা হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় উপজেলার ৭ ইউনিয়ন চেয়ারম্যান, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং নিকলীতে কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিতে আলোচনা সভা এবং সাবান দিয়ে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসহাক ভূঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান ভূঞা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ওয়াশ সমন্বয়কারী মোঃ ইকবাল হোসাইন প্রমুখ।