ঝড়োবৃষ্টিতে বিধ্বস্ত নিকলী, তলিয়েছে রাস্তাঘাট


বিশেষ প্রতিনিধি ।।

টানা ২ দিনের ঝড়োবৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়েছে নিকলী উপজেলার অবকাঠামো। রাস্তা-ঘাট ধ্বসে পরাসহ কৃত্রিম জলাবদ্ধতা এলাকাবাসীর চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে নিকলী উপজেলা সদরে ঘুরে দেখা যায়, উপজেলা ভূমি অফিসের সামনের অতি গুরুত্বপূর্ণ সড়কটি অর্ধেকের বেশি ধ্বসে পড়েছে। সড়কটির ২০ মিটারের বেশি অংশের নিচের মাটি সরে গেছে। উপজেলাটির অন্যতম প্রধান এই সড়কটি পুরান বাজার, থানা ও জেলা পরিষদ ডাকবাংলোসহ ২টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সাথে যোগাযোগের একমাত্র পথ। সড়কটি ধ্বসে পড়ায় ছোট যানবাহনসহ পুলিশ পিকআপ চলাচল ঝুঁকির মুখে পড়েছে।

একে একে স্থানীয় বেশকিছু জলাধার ভরাটের ফলে কৃত্রিম জলাবদ্ধতায় সাধারণ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। কোথাও কোথাও নিষ্কাশনের সুযোগ না থাকায় পুকুরের পানি উপচে সড়কের বেহাল দশা হয়ে আছে। জলাবদ্ধতায় উপজেলা সদরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মধ্যে সাবেক এমপি আমির উদ্দিন সাহেবের বাড়ির সামনের রাস্তা, পোস্ট অফিস ও ভূমি অফিসের সামনের রাস্তা, থানা কমপ্লেক্সের মুখোমুখি অগ্রণী ব্যাংকের সামনের রাস্তা উল্লেখযোগ্য।

এছাড়া নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিকলী জিসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলার একমাত্র সরকারি মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ মাঠ যেন চির জলাবদ্ধতায় রূপ নিয়েছে। প্রতিষ্ঠানের ক্লাসরুমের বাইরে বের হবার জো নেই ছাত্রছাত্রীদের। পানি নামার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতে প্রতিষ্ঠানগুলো জলাবদ্ধ থাকে মাসের পর মাস।

এলজিইডির সহযোগী প্রতিষ্ঠান নিকলী হিলিপের করা উপজেলা থেকে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র হয়ে বাজারে যাওয়ার সড়কটি নির্মাণের পর স্থানে স্থানে ভেঙ্গে গেলেও ঝড়োবৃষ্টিতে পায়ে চলার অনুপযোগী হয়ে গেছে। প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার নিকলীর ইনচার্জ আক্তার ফারুক জানান, ২ দিনের নিম্নচাপে বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপ কমে গেছে। বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ জানান, ঝড়োবৃষ্টি শুরুর দিন থেকেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলাম। ইউনিয়নটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের পদক্ষেপ আলোচনা চলছে। আশা করছি এক মাসের মধ্যে ধ্বসে পরা সড়কসহ পানি নিষ্কাশনের কিছু গুরুত্বপূর্ণ ড্রেন করতে সক্ষম হবো।

Similar Posts

error: Content is protected !!