সংবাদদাতা ।।
দামপাড়া ইউনিয়নে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন বুধবার বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এতে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান হাবিব ভোট গ্রহণ ও গণণা শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন। বিজয়ীরা হলেন মহিউদ্দিন (ছাতা প্রতিক), হবি (আনারস প্রতিক), মাসুক (মাছ প্রতিক), সাইদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।